রাউজান পূর্বগুজরা বিদ্যুৎ সাব–স্টেশন থেকে মদুনাঘাটমুখী জাতীয় গ্রিডের নতুন টাওয়ারে সঞ্চালন লাইনের তার সংযুক্ত করতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার আগে কাপ্তাই সড়ক পথের রাউজান উরকিরচর ইউনিয়নের মিয়া বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
আহত দুই শ্রমিক হলেন রাকিব (২৫) ও রাব্বি (২২)। তাদের বাড়ি নড়াইল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিড লাইনের জন্য নতুন স্থাপন করা উঁচু টাওয়ারে কাজ করছিলেন ঠিকাদারের (কেইসি) নিয়োগ দেয়া আট দশ শ্রমিক। শ্রমিকরা তার টানা শেষ করলে কাজের সুবিধার্থে বানানো বাঁশের মাচা খুলতে গিয়েছিলেন দুই শ্রমিক।
এ সময় একটি বাঁশ এক লাখ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শ হওয়া মাত্র দুই শ্রমিক দগ্ধ হয়ে নিচে ছিঁটকে পড়েন। এ সময় গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।