কর্মসূচিতে অনুপস্থিত খাগড়াছড়িতে বিএনপির দুই নেতার পদ স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে দুই নেতার পদ ‘সাময়িক স্থগিত’ করেছে জেলা বিএনপি। বিএনপির চলমান অবরোধ, হরতাল কর্মসূচিতে অনুপস্থিত এবং অসহযোগিতার অভিযোগে গুইমারা বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। সাময়িক পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন, জেলার গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুপ ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার স্বাক্ষরিত চিঠি বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে এবং বার বার তাগিদ দেয়া সত্ত্বেও গুইমারা উপজেলা বিএনপি পূর্বের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্বে অধিষ্ঠিত থেকেও চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের পদ সাময়িক স্থগিত করা হলো।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, পরবর্তী হরতালঅবরোধ কর্মসূচি গুলোতে আপনাদের উপস্থিতি, সহযোগিতা পর্যবেক্ষণ পূর্বক যদি তা গ্রণনযোগ্য এবং সন্তোষজনক হয়, তবে আপনাদেরকে পুনরায় স্বপদে বহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে আপনাদের পদ স্থগিত করা হবে। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার দুই নেতার সাময়িক পদ স্থগিত করার বিষয়টি সঠিক বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধএক প্রশ্নপত্রে অনেক বিতর্ক
পরবর্তী নিবন্ধহাই কোর্টে যেতে বলল আপিল বিভাগ