দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানানোসহ স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নগরী ও জেলায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। আনন্দ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তফসিল ঘোষণা জাতির আরেকটি বিজয়।
মহানগর আওয়ামী লীগ : দারুল ফজল মার্কেট চত্বর থেকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল নিউ মার্কেট–জিপিও–কোতোয়ালী মোড় হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। এসময় মিছিলের সমাপনী বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, নোমান আল মাহমুদ এমপি, সফর আলী, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সৈয়দ হাসান মাহমুদ শমসের, মসিউর রহমান চৌধুরী, মো. হোসেন, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মো. ইলিয়াছ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম হাটহাজারীতে গতকাল বুধবার তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন। হাটহাজারীতে আনন্দ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আনন্দ মিছিল হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বাসস্ট্যান্ডে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোস্তফা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, মো. সেলিম উদ্দিন, সরওয়ার মোর্শেদ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, এস এম মোরশেদ আলম, এম ইকবাল বাহার, অ্যাড. মো. শামিম, এসএম নোমান, গোলাম মোস্তফা, নুরুল আলম, শ্যামল বড়ুয়া, অধ্যাপক খুরশিদ আলম প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার রাতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে এই আনন্দ মিছিল সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড় এসে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, অ্যাড. মুজিবুল হক, প্রদীপ কুমার দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, অ্যাড. মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, মোস্তাক আহমদ আঙ্গুর, হায়দার আলী রনি, অ্যাড. আবদুর রশিদ, জয়নুল আবেদীন জুনু, ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, বিজয় কুমার বড়ুয়া, জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু প্রমুখ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, তফসিল ঘোষণার পর হুইপ সামশুল হক চৌধুরী এমপির নেতৃত্বে পটিয়ায় হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাতে পটিয়ায় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের থানার মোড় থেকে এ আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর দেশে এখন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। বক্তব্য দেন, আকম শামশুজ্জামান চৌধুরী, আবদুল খালেক, বিজন চক্রবর্তী, আলমগীর খালেদ, ইউপি চেয়ারম্যান এম এ হাসেম, রণবীর ঘোষ টুটুন, আবদুর রাজ্জাক চৌধুরী, আলমগীর আলম, এম এন এ নাছির প্রমুখ।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ : দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার রাতে মিছিলটি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেবের নেতৃত্বে কেরানীহাটসহ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, চেয়ারম্যান আবু ছালেহ, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান উসমান আলী, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, চেয়ারম্যান জসিম উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, ইমরান হোসেন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ আইয়াজ, মোহাম্মদ এমরান, মোহাম্মদ রিয়াদ, সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান জয় প্রমুখ।
মহানগর যুবলীগ : তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বাগত মিছিল বের করা হয়েছে। এসময় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগ : তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মহানগর ছাত্রলীগের উদ্যোগে সভাপতি এস এম ইমরান হাসান আহাম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্ব আনন্দ মিছিল দারুল ফজল মার্কেটস্থ সংগঠনের কার্যালয় হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটে এসে শেষ হয়।
আরশেদুল আলম বাচ্চুর আনন্দ মিছিল : কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সাবেক সদস্য ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর নেতৃত্ব জিইসি মোড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয়। ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, আরশেদুল আলম বাচ্চু। বক্তব্য দেন, ইলিয়াস উদ্দিন, জাকারিয়া দস্তগীর, খোরশেদ আলম মানিক, শরফুল আনাম জুয়েল, সৈয়দ আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুন প্রমুখ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেয়।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কঙবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামী যৌথভাবে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায়। পেকুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে তফসিলকে স্বাগত জানিয়ে। অপরদিকে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বের করা হয় আনন্দ মিছিল।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার রাত ৮টায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি, কলেজ গেইট, ভেদাভেদী এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও পৌর আওয়ামী লীগ।
কঙবাজার : কঙবাজার প্রতিনিধি জানান, তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কঙবাজারে আনন্দ মিছিল করেছে জেলা, পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। সন্ধ্যায় শহরের লালদীঘির পাড় এলাকা থেকে পৃথকভাবে এই মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ নেয়।
এদিকে ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগর : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এহছানুল আজিম লিটনের নেতৃত্বে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশীষ নন্দী, জসীম, দিদারুল আলম, প্রমুখ।












