নগর পুলিশের পাঁচ পরিদর্শককে বদলি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগর পুলিশের পাঁচ পরিদর্শককে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃঞ্চ পদ রায় গতকাল এই বদলির আদেশ প্রদান করেন।

আদেশে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামানকে উপপুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ), পরিদর্শক সুজন কুমার দে’কে বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত), বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমামুনকে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত), ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানকে পরিদর্শক (কেন্দ্রীয় অপরাধ শাখা) এবং উপপুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ) মো. জামাল উদ্দিনকে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখোলা বাজারেও মানতে হবে ডলারের ‘নির্ধারিত’ দর
পরবর্তী নিবন্ধভারতের ৪র্থ, নাকি নিউজিল্যান্ডের টানা ৩য় ফাইনাল?