কথায় কথায় একটি কথা বলেন সুশীল বর্গে
আদিম যুগে মহা সুখের জীবন ছিল স্বর্গে
স্বর্গ থেকে যেদিন মানুষ নেমে এলো মর্ত্যে
সেদিন থেকেই দুঃখ শুরু সুখের পরিবর্তে
ক্ষণস্থায়ী মর্ত্যলোকে দীর্ঘজীবন গড়তে
শুরু থেকেই ছুটছে মানুষ সোনার হরিণ ধরতে
লড়ছে জীবন বাজি রেখে সেই হরিণের ভক্ত
অকাতরে ঢালছে নিজের বুকের তাজা রক্ত
দেখতে কেমন সোনার হরিণ যদিও কেউ জানে না
তারপরেও পাগল মানুষ বিধি নিষেধ মানে না
মরছে মানুষ মারছে মানুষ করছে সমাজ উজাড় দেশ
অজানা এই হরিণ ধরার আজব খেলা হয় না শেষ
পাহাড় পর্বত নদী নালা কোথায় হরিণ করে বাস
সোনার হরিণ খায় কি সোনা নাকি বনের সবুজ ঘাস
বোকা মানুষ বুঝে না তার আত্মঘাতী মনের ক্ষোভ
আসলে এই সোনার হরিণ আর কিছু নয় ‘মনের লোভ’
যেখানে যাই যেদিক তাকাই শুধুই দেখি মলিন মুখ
সবার মুখে একটি কথা মর্ত্যলোকে নেইরে সুখ
সুখের স্বর্গ ফেলে মানুষ এসেছিল মর্ত্যে
এসেছিল লোভের বশে লোভের তরে মরতে।