ব্যানার, ফেস্টুনে সেজেছে দোহাজারী রেলওয়ে স্টেশন

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

দোহাজারীকক্সবাজার রেললাইন উদ্বোধন উপলক্ষে দোহাজারী রেলস্টেশনকেও সাজানো হয়েছে। ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা লাগানো হয়েছে নির্মাণাধীন পুরো স্টেশনজুড়ে। পরিষ্কারপরিচ্ছন্ন করা হয়েছে স্টেশন এলাকা।

আজ শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন নগরী কক্সবাজার থেকে দোহাজারীকক্সবাজার রেললাইনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উদ্বোধনী রেল যাবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। তাই এ লাইনের প্রতিটি স্টেশনকে সাজানো হয়েছে নান্দনিকভাবে। দোহাজারীকক্সবাজার রেললাইন উদ্বোধন উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের মানুষের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাগিয়েছেন উদ্বোধনী ব্যানার।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারীকক্সবাজার রেললাইন উদ্বোধনের পর উদ্বোধনী রেল কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত গিয়ে যাত্রা শেষ হবে। উদ্বোধনী রেলটি দোহাজারী স্টেশনে থামানোর কোনো সিডিউল নেই। তারপরও দোহাজারী স্টেশন পরিষ্কারপরিচ্ছন্ন করা হয়েছে। পুরো স্টেশন এলাকায় লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ।

পূর্ববর্তী নিবন্ধহারে শেষ আফগান রূপকথা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে বরণে পর্যটন নগরীর বর্ণিল রূপ