বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা এলাকায় সাঙ্গু নদীর উপরে নির্মিত ষষ্ঠ সেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফিতা কেটে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় উনিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬২.৯৩৬ মিটারের গার্ডার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান হারুন উর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, উন্নয়নের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। মানুষের কল্যাণে সরকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রায় তৃণমূলের মানুষদের সম্পৃক্ত করতে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সড়ক সেতু নির্মাণ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে পার্বত্য জনপদে।