তুমি অনেক বদলে গেছ কিঞ্চিৎ আমিও!
সময়ের বিবর্তনে পৃথিবী পরিবর্তিত
কখনো কৃষ্ণচূড়া জারুলের রঙে রাঙানো
কখনো বা বিবর্ণ ধূসর বর্ণহীন!
বদলে যাওয়া পৃথিবীতে অপারগ আমি!
আমাকে বদলে যেতে বাধ্য করেছে
সমাজ, সংসার, পরিবেশ পরিস্থিতি
এবং তুমিও!
ঘড়ির কাটা ধরে হয়তো আমি বেশিদূর এগোবোনা।
কিন্তু আমার আশপাশ বদলে গেছে
বদলাবে আরো অনেক!
আমি অনুধাবন করি, অনুকরণ নয়
ঋতু বদলের মত মানুষ বদলে যায়!
কল্পনায় তুমি তোমারই প্রতিচ্ছায়া
বাস্তবে আমার উপস্থিতি ক্ষীণ হতে ক্ষীণতর!
হারিয়ে গেছ তুমি, তথাপি আছ
সন্ধ্যার বাতায়নে কিংবা আমার একাকিত্বে!