জুয়েলারী ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

এসিড নিক্ষেপের মামলায়

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে তানভীর হোসেন নামের এক যুবককে এসিড নিক্ষেপের মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি হলেন চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকার শ্যামা জুয়েলার্সের কর্ণধার। গতকাল চট্টগ্রামের ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি রাখাল চন্দ্র ধর কাঠগড়ায় হাজির ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. নাসির উদ্দিন ভূইয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক রাখাল চন্দ্র ধরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রিক্তা বড়ুয়া।

আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ২ জুন চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় মো. তানভীর হোসেন নামের ওই যুবককে এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার মা নুর নাহার বেগম বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন জুয়েলারী ব্যবসায়ী অপর একজনকে গালিগালাজ করলে এর প্রতিবাদ করে ভোক্তভুগী তানভীর। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে রাখাল চন্দ্র ধর নিজ দোকান থেকে এসিড বের করে তা তানভীরের শরীরে নিক্ষেপ করেন। এতে তানভীরের পিট ও হাত জ্বলসে যায়। আদালত আরো জানায়, মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৮ আগস্ট এসিড অপরাধ দমন আইন, ২০০ এর ৫() ধারায় আসামি রাখাল চন্দ্র ধরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২২ জানুয়ারি তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধজানাজার মাঠে আট ব্যক্তির মোবাইল চুরি!
পরবর্তী নিবন্ধপিঁপড়া ঘোরায় ওদের সংসারের চাকা!