জানাজার মাঠে আট ব্যক্তির মোবাইল চুরি!

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসদরে একটি জানাজার সময় অন্তত আট ব্যক্তির মোবাইল চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় পৌর সদরের ব্যবসায়ী শেখ ফরিদ উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। আশপাশের এলাকা থেকে মুসল্লিরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পড়ার সময় সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ তার অ্যান্ড্রয়েড ফোনটি চুরি হয়ে গেছে বলে জানান। এ ব্যাপারে তিনি সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেছেন। এছাড়া জানাজায় অংশ নেয়া অন্তত আরও সাত জনের মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, জানাজায় অনেক মানুষের ভিড়ে একটি চক্র কৌশলে একাধিক ফোন হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করেছেন একজন। আমরা প্রযুক্তির মাধ্যমে চুরি হওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধএক পরিবারের ৭ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধজুয়েলারী ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড