পাহাড়ে যাবে?
আকাশের কাছাকাছি?
যেখানে তীব্র নির্জনতায় হার মেনেছে
কঠিন রুক্ষতা,
আর, গহীন অরণ্যে বাসা বেঁধে আছে
বিমোহিত বিশালতা।
একটু হাত বাড়ালেই
মেঘেদের তুলতুলে গা ঘেঁষা শীতলতা,
পাহাড়ের ঢালে
চাঁদের জোছনা মাখা উষ্ণ আদরে,
সীমানা পেরিয়ে
স্বপ্নের দেশে ভাসার উদাসী ব্যাকুলতা।
রাতের নিস্তব্ধতা ভেঙে
শোনা যায় ঝর্নার যাযাবরী চঞ্চলতা ।
ঝিরঝির রাগে,
প্রেমাতুর সুরে বিলাস তৃষ্ণায় ডুবে,
হৃদি শিহরণে, মনের চরে
জেগে ওঠে কৌতুহলী কিছু কাতরতা।
সুললিত লাজুক দেহে
সুগন্ধি চন্দন মেখে মুগ্ধতা ভরে অকপটে,
পিপাসায় ডুবে স্বপ্নের রঙ্গবতী ডানা
অগোচরে ভেঙ্গে দিয়ে যায়,
ভুল প্রণয়ের স্বপ্নচারী অজুহাত।
নিসংকোচে অবশেষে,স্বপ্নের সাথে আশেপাশে
তোমাকে পাই বা না পাই!
প্রসাধনহীন সুখ প্লাবনে মেতে, নিরাভরণ বিচরণ।
কেউ নেই সাক্ষী! আমি, তুমি।
চাঁদনী আকাশ আর পাহাড়ী ঝিঁঝিঁ ডাকা রাত।