জীবন কি ঢাকা ট্রাঙ্ক রোড –
দীর্ঘ মসৃণ প্রসস্ত উঁচু নিচু পথের পাঁজর
অশত্থের ছায়া মোড়ানো দুপাশে সবুজ গালিচা
ধূসর পাতার বনে দোয়েল শ্যামা ঘুঘুর
মায়াময় ডাক।
না–কি
বৃষ্টিহীন ঝাঁঝালো দুপুর
ঝরা পাতার মর্মর সুরে
পুড়ছে কাতর বৈকুন্ঠপুর।
আসলে জীবন একটা কাহিনী মাত্র
শুরুটা ঘোলাটে বাংলা মদের স্থুল নেশাগ্রস্ততা
এই নেশা কারো নারীতে কারো বাড়িতে।
ধীরে ধীরে বেড়ে ওঠে কেতাদুরস্ততা
কেউ কেউ হৃদয় মাড়িয়ে
পৌঁছে যাচ্ছেন অভীষ্ট লক্ষ্যে (ভদ্রমহোদয়)
কেউ কেউ রক্তের বন্ধন ঠিক রাখতে গিয়ে
ঘুমিয়ে পড়ছে অনন্ত তৃষ্ণার ভিতরে।
আমার তেমন কোন স্বপ্ন বাকী নেই
যদিও কিছুটা ছিলো তা আবার মর্মস্তর
ছিঁড়ে বৃন্তচ্যুত
কোনো এক দেহশালী প্রেমিকার টানে
পৃথিবী ঘুরছে ভিন্ন ভিন্ন কক্ষপথে।