তফসিল ঘোষণার আগেই কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি চায় হেফাজত

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৫৬ পূর্বাহ্ণ

গদি রক্ষা করতে হলে অবিলম্বে আলেমওলামাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামীর আমীর মহিব্বুল্লাহ বাবুনগরী। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের সম্মেলনে এ কথা বলেন তিনি। এই সম্মেলনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কারাবন্দী মামুনুল হকসহ হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় হেফাজতে ইসলাম।

কারাবন্দী নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি দেয়ার সময় বেধে দিয়ে হেফাজত নেতারা বলেন, অবিলম্বে সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করতে হবে। এসময় সরকার ও দেশের জনগণকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান তারা।

সম্মেলনে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করা, কারাবন্দী সব হেফাজত নেতাকর্মীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির জন্য জাতীয় সংসদে আইন পাস, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং ভারতের মাওলানা সাআদের বাংলাদেশে আগমন স্থায়ীভাবে নিষিদ্ধ করার সহ হেফাজতে ইসলামের ৭ দাবি উত্থাপন করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন হেফাজত নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধটিলা কেটে সরকারি জায়গায় পাকাঘর নির্মাণ বন্ধ করল প্রশাসন
পরবর্তী নিবন্ধগণআন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে