কী অদ্ভুত নিয়তি পথে চলছে জীবন

অভি দাশ লাভলু | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

ঘোলাটে এই জীবন চক্রে চলতে গিয়ে, মাঝ পথে বহুলোকের সাথে দেখা হয়। এই সমাজটা বড্ড হিংসুটে মনে হয় মাঝে মাঝে আমার। যখন সুসময় কিছু প্রাপ্তির যোগ হবে জীবনের বহু অচেনা লোক আত্মীয়তার পরিচয় দেয়, আর যখন সময় ঘোলাটে খুব কাছের মানুষগুলো গিরগিটির মত রং বদলায়, কারণ যদি আপনার জন্য সাহায্যের হাত বাড়াতে হয়। আবার কিছু মানুষ দেখি কাতর অবস্থা শেষে যখন আত্মা পরপারে পাড়ি জমাই তখন কান্নার সমরোলে যোগ দেয় এবং নিরামিষ খেয়ে তার গোষ্ঠীর সামাজিকতা রক্ষা করে, কিন্তু যে মানুষটার প্রাণ গেল তার কাতর অবস্থাই যদি সব আপনজন পাশে থাকতো সেই মানুষটি হইতো আরও দুই চারদিন এই পৃথিবীর আলো আরও বেশি দেখতে পেতো, কাতর অবস্থায় একজন মানুষের অর্থিক সহযোগিতা থেকে মানসিক সার্পোট দেওয়া জরুরি বটে। ভালো থাকুক স্বার্থপর সমাজের স্বার্থপর মানুষগুলো।

পূর্ববর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমার দিনে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করুন
পরবর্তী নিবন্ধমানবতা এখন ফিলিস্তিনে ভূখা তৃষ্ণায় মরে