লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে ২ বছর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল আনুমানিক ১১টায় বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়।
মারা যাওয়া জান্নাতুল ওয়াজিফা শিশুটি উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হোসেন আলী মাতবর পাড়ার আজগর আলীর মেয়ে।
স্থানীয় মোস্তাফিজুর রহমান জানান, সকাল আনুমানিক ১১টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়। লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে গিয়ে জান্নাতুল ওয়াজিফা নামের শিশুটির মৃত্যু হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ দৈনিক আজাদীকে বলেন, যাদের বাড়ির আশপাশে পুকুর রয়েছে তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। ইতিমধ্যে পরিবারের লোকজনের অসাবধানতার কারণে পানিতে ডুবে গিয়ে অনেক শিশুদের মৃত্যু হয়েছে, বাড়ির আশপাশে পুকুর থাকলে উঁচু করে বেড়া দিলে এবং শিশুদের গতিবিধি নজরে রাখলে এই ধরনের মৃত্যুহার কমবে।