সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন

৮নং ওয়ার্ডে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়কালে মেয়র

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলমের উদ্যোগে শুলকবহর ওয়ার্ড ও পাঁচলাইশ থানার আওতাধীন মোট ১০টি পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য প্রিয়লাল গোস্বামী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ তাহের, . মাসুম চৌধুরী, শাখাওয়াত হোসেন স্বপন, দীনবন্ধু দাশগুপ্ত, তৌহিদুল আনোয়ার সেন্টু, জাফর আহমদ, মাহফুজুর রহমান বাবুল, আব্দুল মান্নান, কামাল হোসেন, সালাউদ্দিন লেদু, আল মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম বাসেদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, বিশ্বজিৎ দে, পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল শীল, সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী, মহিলা নেত্রী যমুনা তালুকদার, কৃষ্ণা দাশ। অন্যদের মধ্যে ছিলেন যীশু নাথ, সাধন চন্দ্র নাথ, বাবুল দে, বিমল চন্দ্র বড়ুয়া, চন্দন দেবনাথ, দোলন বৈষ্ণব, দেবরাজ দাশ দেবু, উৎপল দাশ, সেন্টু দাশ, মিঠু কান্তি দে, মৃদুল দে, জনি দেব, অনিক চৌধুরী, আনন্দ সেন, রুবেল দেব, নিলয় দত্ত আকাশ, কৃষ্ণ দে, রুবেল দেসহ প্রমুখ।

এসময় প্রধান অতিথি রেজাউল করিম তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কিন্তু একটি মহল সম্প্রীতির এই দেশে অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি করতে কলকাঠি নাড়ছেন। সকল অপশক্তিকে রুখতে ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন ও অগ্রগতি অর্জনে সামপ্রদায়িক সমপ্রীতি কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত