রাসেল তুমি ছোট্ট ছিলে
থাকলে হতে বড়ো,
তোমার জন্যে হাজারো লোক
আজ হয়েছে জড়ো।
শিল্পকলায় তোমার নামে
চললো বইয়ের মেলা,
কতজনা কিনেছে বই
ঘুরে সন্ধ্যে বেলা।
দেশ ছাড়াও বিদেশ থেকে
কতো লেখক এলেন,
তোমায় নিয়ে কতো কথা
তাঁরা বলে গেলেন।
দশ পেরিয়ে তখন তুমি
একেবারে শিশু,
কেউ বলে যান ফেরেশতা আর
কেউ বলে যান যীশু।
হয়তো তোমার সেই বয়সে
ফোটেনি ঠিক বুলি,
তবু নিঠুর ঘাতকেরা
ছুঁড়লো বুকে গুলি।
এলো তোমার জন্মদিনটা
তবুও কাঁদে মন,
তোমায় নিয়ে তাই আমাদের
কত্তো আয়োজন।
আদর মাখা ভালোবাসা
জানালো চট্টগ্রাম,
মনের খাতায় লেখা হলো
রাসেল তোমার নাম।