ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে মোহাম্মদ আলাউদ্দিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাসির মোহাম্মদ তালুকদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আলাউদ্দিনের স্বজনরা সকালে নাস্তা করতে ঘুম থেকে ডাকতে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। আলাউদ্দিনের বড় ভাই সেলিম বলেন, তার সাথে কারো ঝগড়াঝাটি হয়নি। কি কারণে এ ঘটনা বুঝতে পারছি না।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহ্যাক হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে টাকা
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতার বিরুদ্ধে কানুনগোকে মারধরের অভিযোগ