সারিকাইত ইউনিয়ন ২ নং ওয়ার্ড হাজী ইন্নামিন সড়ক এর বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ সহ পূর্ব সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল উলুম মাদ্রাসা, সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়, সাউথ সন্দ্বীপ কলেজ, কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়, ওদুদিয়া বালক ও বালিকা মাদ্রাসা, ও মমতাজ উলুম দাখিল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। সর্বমোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের একটি মাত্র সড়ক। বাংলাদেশ স্বাধীন পরবর্তী এই রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে এটি পাকা সড়ক হয়নি। বাংলাদেশ সরকারের উন্নয়নের এই রোল মডেলে সন্দ্বীপ তথা সারাদেশে অবকাঠামো গত উন্নয়ন চলমান। কিন্তু সন্দ্বীপের চলমান উন্নয়নের ছোঁয়া এই এলাকায় পড়েনি। প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুৎ নিশ্চায়ন হলেও এই সড়কে এখনো বিদ্যুৎ প্রবেশ করেনি শুধুমাত্র অনুন্নত সড়ক এর কারণে। বর্তমানে এই সড়কে এলজিইডির তত্ত্বাবধানে ১৫০ ফুট সড়ক পাকাকরণের বরাদ্দ হলেও কাজ বন্ধ আছে। বর্ষাকালে এটি কাদা–পানিতে এত খারাপ হয় যে মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্সও গ্রামের ভেতরে যেতে পারে না, এমনকি হেঁটে যেতেও অসুবিধা হয়। তাই রাস্তাটি অবিলম্বে অগ্রাধিকারের ভিত্তিতে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
শরীফ হাসান
সন্দ্বীপ, চট্টগ্রাম।