২৫ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

অভিনেতা হিসেবে নিজেকেই ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কলকাতার সেই অভিনেতা প্রসেনজিৎ ফিরছেন পরিচালনায়, তাও দীর্ঘ ২৫ বছর পর। সিনেমা নির্মাণের এই খবর প্রসেনজিৎ নিজেই দিয়েছেন। তবে সিনেমার নাম, কারা অর্থলগ্নি করছে বা পাত্রপাত্রীর পরিচয় কিছুই না জানিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছেন, ‘প্যান ইন্ডিয়া’ প্রজেক্টের এই সিনেমা নির্মাণে শিগগিরই হাতে দিতে চলেছেন তিনি। প্রসেনজিৎ বলেন, দুইমাস অপেক্ষা করুন। নভেম্বর মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। সিনেমাটি সর্বভারতীয় হলেও বাংলা ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরা হবে বলে জানান এই অভিনেতা। খবর বিডিনিউজের।

তিনি বলেন, বাংলা ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে সিনেমা। ইংরেজিতেও হতে পারে। আসলে বাংলার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে আগাচ্ছি। এই সংস্কৃতিক আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই। এই সিনেমাটি হতে যাচ্ছে প্রসেনজিতের তৃতীয় নির্মাণ। এর আগে ১৯৯২ সালে ‘পুরুষোত্তম’ নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ। সেখানে নায়িকা হয়েছিলেন এই অভিনেতার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। আর নায়ক হয়েছিলেন প্রসেনজিৎ নিজেই। এরপরের পরিচালনা ১৯৯৮ সালে। ‘আমি সেই মেয়ে’ নামের ওই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন জয়া প্রদা। আর প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক, প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন বিভিন্ন ভূমিকায়। এই দুর্গাপূজায় প্রসেনজিৎ পর্দায় আসছেন সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায়। এটি এক যুগ আগের সিনেমা ‘২২শে শ্রাবণ’র প্রিক্যুয়েল, যেখানে প্রবীর রায় চরিত্রে প্রসেনজিৎ ছিলেন। সিনেমাটি প্রযোজনা করছে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট। আপাতত এই সিনেমার প্রচারে দারুণ ব্যস্ত সময় যাচ্ছে প্রসেনজিতের।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের নায়িকা হয়ে আসছেন যে বলিউড তারকা
পরবর্তী নিবন্ধওটিটিতে সানি দেওলের ‘গদর-২’