স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে বলে উল্লেখ করেছেন শিক্ষার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম. আবুল ফয়েজ মামুন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ব্লক চেইন, রোবোটিক্স, বিগ ডেটা, মেডিকেল স্ক্রাইব, সাইবার নিরাপত্তার মতো উন্নত প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। তরুণ প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে দক্ষ জনশক্তি। বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে হলে প্রথমে এগিয়ে আসতে হবে তরুণদের। তরুণদের ছাড়া স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।
নগরীতে ক্যারিয়ার গাইডের উদ্যোগে আয়োজিত এসএসসি ও দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মুহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় ও আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, এম. কফিল উদ্দিন রানা, অধ্যাপক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, সিরাজুল মোস্তফা, মনোয়ারা বেগম, মুহাম্মদ ইদ্রিস সওঃ, দিদারুল আলম দিদার, মামুনুর রশিদ, আবু তৈয়ব, মুহাম্মদ আকরাম হোসেন, শাহজাদা ইসমাইল ইফতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।