ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখার খেলাপি ঋণ আদায়ের মামলায় পেনিনসুলা স্টিল মিলস লিমিটেডের মালিক জাফর আলমসহ অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে ১৯২ কোটি টাকার ডিক্রি হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে উক্ত টাকা পরিশোধ করতে বলা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ ডিক্রি প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বাদী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই ডিক্রি প্রদান করেছেন। আদালতসূত্র জানায়, ২০২০ সালের ২৮ অক্টোবর ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখা মামলাটি দায়ের করে। এরপর
ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বন্ধকী সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা হয়। আবেদনের প্রেক্ষিতে সুদ মওকুফ সুবিধা দেওয়া হয়। কিন্তু বিবাদীরা ব্যাংকের টাকা পরিশোধ করেননি। আদালতসূত্র জানায়, বাদী পক্ষ মামলা প্রমাণে সক্ষম হওয়ায় বিচারক বিবাদীদের বিরুদ্ধে ডিক্রি দিয়েছেন।