স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পাবে : পেয়ারুল

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে জেলা পরিষদে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সেবার পুরস্কার প্রদান সম্প্রতি অনুুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূল মানুষের শাসন নিশ্চিত করে। স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমেই শহরের সকল নাগরিক সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এ কারণে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন,স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পাবে। তিনি আরো বলেন,সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সভায় শ্রেষ্ঠ সেবার জন্য পুরস্কার পান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।এসময় উপস্থিত ছিলেন মো. দিদারুল আলম, প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম,আবুল কাশেম চিশতী, আ ম ম দিলশাদ, বোরহান উদ্দিন মো. এমরান, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, দেবব্রত দাশ, এইচ এম আলী আবরাহা, সুরাইয়া বেগম, ফারহানা আফরিন জিনিয়া, মোস্তফা রাহিলা চৌধুরী, রওশন আরা রত্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন
পরবর্তী নিবন্ধহৃৎপিণ্ড সুস্থ রাখতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে