শেরশাহ্‌ এবং টেক্সটাইল মোড়ে ফুটওভার ব্রীজ চাই

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর কয়েকটি ব্যস্ততম সড়কের মধ্যে আরেকটি ব্যস্ততম সড়ক হচ্ছে অক্সিজেন থেকে দুই নাম্বার গেইট এই সড়কটি। অক্সিজেন থেকে দুই নাম্বার গেইট পর্যন্ত স্টোপেজ রয়েছে চারটি বায়েজিদ, শেরশাহ্‌ টেক্সটাইল এবং টেকনিক্যাল। তার মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম এর আসাযাওয়ার জন্য একটি সংযুক্ত সড়ক যাকে বলা হয় বায়েজিদ লিংক রোড।

বর্তমান সরকারের অধীনে অক্সিজেন থেকে দুই নাম্বার গেইট সড়কের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের পাশাপাশি গড়ে উঠেছে শতাধিক কলকারখানা সহ বেশ কিছু পোশাকশিল্প প্রতিষ্ঠানও যেখানে রয়েছে হাজার হাজার মানুষের কর্মস্থান। এইসব কর্মসংস্থান প্রতিষ্ঠান বাড়ার কারণে যেমন বেড়েছে মানুষের চলাচল তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে তিন চাকার গাড়ি সহ নানা ধরনের ভারি যানবাহনও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সড়কের মধ্যে চলে যানবাহনের প্রতিযোগিতা কার আগে কে যাত্রী তুলবে এবং কার আগে কে যাবে। অক্সিজেন থেকে দুই নাম্বার গেইট এর মধ্যে বিপজ্জনক জায়গা হচ্ছে শেরশাহ্‌ এবং টেক্সটাইল মোড়। এই দুইটি জায়গা চতুর্মুখী রাস্তা হওয়ায় সাধারণ চলাচলের মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে প্রতিদিন। শেরশাহ্‌ মোড়ে ট্রাফিক পুলিশ থাকলেও নেই কোন ট্রাফিক পুলিশি সিগনাল টেক্সটাইল মোড়ে। এতে ছোটখাটো দুর্ঘটনার মুখেও পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। এখানে নেই কোনও ফুটওভার ব্রীজ। তাই মাধ্যমে এই দুই জায়গায় ফুটওভার ব্রীজ নির্মাণের সাধারণ মানুষদের জীবনের ঝুঁকি কমানোর জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

রথিন্দ্রজিৎ হিরু

টেক্সটাইল বায়েজিদ,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমানুষের জীবনটা একটা জীবন্ত ক্যানভাস