বাঁশখালীতে পুকুরে ডু‌বে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে আহমদ উল্লাহ্ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ১ নম্বর ওয়ার্ডের নয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মারা যাওয়া শিশু আহমদ উল্লাহ্ ওই এলাকার নুরুল কাদেরের পুত্র।

নিহত শিশুটির ছোট চাচা হাফেজ নুরুন্নবী বলেন, “আমাদের পুরাতন বাড়ির অদূরে একই এলাকায় নুরু মার্কেটের পশ্চিমে আমার ভাইয়ের নতুন ভিটায় শিশু আহমদ উল্লাহ্ তার মায়ের সাথে যায়। তার মা নতুন ভিটায় মগ্ন হয়ে কাজ করার এক ফাঁকে তার অগোচরে শিশু আহমদ উল্লাহ্ পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হ‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পূর্ববর্তী নিবন্ধহাজী ইকবালের ছেলের আপিল নামঞ্জুর, সাজা বহাল
পরবর্তী নিবন্ধআমি সেবক হয়ে আপনাদের সেবা করে যেতে চাই