সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে সুষম উন্নয়ন হচ্ছে। সকল এলাকায় সমভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। আপনাদের সকলকে এরই ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদান করতে হবে।”
আজ মঙ্গলবার লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণকালে এই সকল কথা বলেন।
তিনি আরো বলেন, “আমি আপনাদের সকলের দোয়া নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনে মনোনয়ন চাইব। আমি আপনাদের সেবক হয়ে উৎসবে বা দুর্যোগে চরতী হতে চুনতী পর্যন্ত অতীতের মতোই কাজ করে যেতে চাই।”
এই সময়ে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, নাজমুল হাসান মিন্টু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দীন সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।