আবার দেখা হবে

ফরিদা ফরহাদ | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

আবার হবে দেখা

সীতাকুণ্ড পাহাড়ে

সমুদ্র জলে

রাঙামাটি ঝিলে

ঝুলন্ত ব্রিজে

তোমায় আমি লুকোচুরি খেলা শেষে

ধরে ফেলব আলিঙ্গনে।

কোথায় লুকাবে তুমি

নির্জন কোনো এক ঘরে

যেখানেই যাও আমার হাত থাকবে

তোমার পিঠে

বৃষ্টির দিনে ভর দুপুরে

কিংবা খেয়ালখুশি মত

কলোই ভাজা, মুড়ি, চিড়া ভাজা

খেতে খেতে সুখের গান গাইতে

এখন অজস্র ধারা বইছে

তুমি আসো রাখা আছে

বৈয়মভরা বুট কলই

সিমের বিচি ভাজা সাথে চালভাজা।

তোমাকে আসতেই হবে

এ যে তোমার জন্য।

পূর্ববর্তী নিবন্ধফিরিয়ে দাও দুঃখ আমার!
পরবর্তী নিবন্ধঅন্তিম সিমেট্রি