খুব কম বয়সে
কোনো অপ্রাপ্তি বা অপূর্ণতায়
কেঁদে ভাসাতাম চোখের জলে,
সময়ের সিঁড়ি বেয়ে
অপূর্ণতাগুলো মনে হয়
খুব স্বাভাবিক বলে।
আঠারো বা কুড়িতে পাগল হয়েছিলাম
যাকে ভালোবেসে,
আজ বোধহয় খুব হঠাৎই
তার কথা মনে আসে।
জীবনের অর্ধাংশ পেরিয়ে
সময়ের হাওয়ার বদল,
পুরনো আবেগ, ভালোলাগা
অথবা ভালোবাসার পাগলামি
সবই বোধ হয় অচল।
সংসার, ক্যারিয়ার, দায়িত্ব
অথবা যদি বলি
জীবনের ঊর্ধ্বমুখী ছুটে চলা,
হয়তো নেই আর
অবাধ সুখে মনের ডানা মেলা।
মনের রং যে বদলে যায়
সময়ের তালে তালে,
বেঁচে থাকলে বদলাতে হয়
জীবনের কঠিন যাঁতাকলে।