১২ ভরি স্বর্ণ চুরি করে পালানো গৃহকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডস্থ কে.এম ড্রিমলেন্ড টাওয়ারের চুরির ঘটনায় ওই বাসার গৃহকর্মী শারমিন আক্তার কলি (২২) ও মোঃ মনির উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১২ ভরি ৯আনা ১ রতি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার অতনু চক্রবর্তী। তিনি বলেন, গত ৩১ আগস্ট গৃহকত্রী বিকেলে হাঁটতে বের হলে তার ঘরে চুরির ঘটনা ঘটে। তিনি সদরঘাট থানায় মামলা দায়ের করলে আমাদের সদরঘাট থানার টিম তদন্তে নামে। তদন্তে ওই বাসার গৃহকর্মী শারমিন আক্তার কলি এবং চুরির ঘটনায় সহযোগী মনিরকে আমরা গ্রেপ্তার করি।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে আমরা চোরাইকৃত স্বর্ণের ১২ ভরি ৯আনা ১ রতি উদ্ধার করতে পেরেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি শারমিন আক্তার কলি কঙবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুরের মো. আনোয়ারের মেয়ে। মো. মনির উদ্দিন একই উপজেলার মাতারবাড়ির মোক্তার আহম্মদের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ২ হাজারেরও বেশি একর জমির চাষাবাদ হুমকিতে
পরবর্তী নিবন্ধ৪০ ব্র্যান্ডের নকল চায়ের প্যাকেট জব্দ