নাইক্ষ্যংছড়িতে ৭২ কেজি বার্মিজ সুপারি জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৭২ কেজি বার্মিজ সুপারি জব্দ করা করা হয়েছে। গতকাল শনিবার আনুমানিক বিকেল ৩টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ আদর্শ গ্রাম চেক পোস্টের হাবিঃ মোঃ আবেদ আলীর নেতৃত্বে মালিকবিহীন ৭২ কেজি বার্মিজ সুপারি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩৬ হাজার টাকা বলে জানা যায়। জব্দকৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য ব্যাটালিয়নে সদরের হেফাজতে রয়েছে। উল্লেখ্য, বর্তমানে মিয়ানমারের উৎপাদিত শুকনা সুপারি নিরাপদে পাচার হচ্ছে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন বিচ্ছিন্ন পথ হয়ে সোনায়ছড়ি দিয়ে ভগবান টিলা দিয়ে রামু, কঙবাজার,চকরিয়া, চট্টগ্রামে পাচার হচ্ছে প্রতিদিন কম করে হলেও ১০০ সিএনজি সুপারি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন নজরদারি না থাকাতে প্রবল উৎসাহ নিয়ে উক্ত সড়ক দিয়ে সুপারি পাচার নিয়ে ব্যাস্ত সময় পার করছেন কম করে হলেও শতাধিক ব্যাক্তি। ঐ সড়কে স্থায়ীভাবে একটি প্রশাসনের চেকপোস্ট স্থাপনের প্রয়োজন মনে করছেন সুশীল সমাজের অনেকেই।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমমতার বৃক্ষরোপণ কর্মসূচি