চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির লিফলেট বিতরণ

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেল ৩টায় শনিবারের পদযাত্রা সফল করার লক্ষ্যে কাজীর দেউড়ি কাঁচা বাজারসহ বিভিন্ন দোকানে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় সমবেত জনতার উদ্দেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে আজীবন সংগ্রাম করেছেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে তাকে বন্দী করে রাখা হয়েছে। শুধু তাই নয়, খুবই অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না এই নিশি রাতের সরকার। দেশনেত্রীর প্রতি এহেন আচরণে দেশবাসী ক্ষুব্ধ। এই মুহূর্তে বিএনপির নেতাকর্মী ও জনগণ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশে জেলায় জেলায় পদযাত্রার কর্মসূচি দেয়া হয়েছে। তিনি নেতা কর্মী ও জনগণকে ১৯ আগস্টের পদযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

লিফলেট বিতরণকালে ও সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, অ্যাডভোকেট আবু তাহের, জসিম উদ্দিন শিকদার, আব্দুল আউয়াল চৌধুরী, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, জাকির হোসেন, আহসানুল কবির তালুকদার রিপন, আলমগীর ঠাকুর প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৪টা থেকে বিভিন্ন সড়কে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, নুরুল আনোয়ার, অ্যাডভোকেট এস এম ফোরকান, আবদুল গাফফার চৌধুরী, এম মনজুর উদ্দীন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ প্রমুখ।

লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া আজ সবচেয়ে মজলুম নেত্রী। উপমহাদেশের এই জনপ্রিয় নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। তাকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা অতি জরুরি। অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে মুক্তি দাবি করছি। অন্যথায় তার কিছু হলে সরকারকেই দায়ভার নিতে হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী ও দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তাকে এই সরকার ভয় পায়। তাই তাকে সম্পূর্ণ রাজনৈতিক ও প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে বন্দী করে রেখেছে। ৭৮ বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত নারীর প্রতি এই সরকারের অমানবিক আচরণে দেশের মানুষ ক্ষুব্ধ।

পূর্ববর্তী নিবন্ধড. তৌফিক সাঈদকে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে ‘অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধ’ শীর্ষক সেমিনার