সামরিক বাসে হামলায় ২৩ সিরীয় সেনা নিহত

| শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:৫৮ পূর্বাহ্ণ

সিরিয়ার পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি বাসে হওয়া হামলায় দেশটির সেনাবাহিনীর ২৩ সেনা নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন বলে একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে। স্লিপার সেলের মাধ্যমে তৎপরতা চালানো জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলাটি চালিয়েছে, গতকাল শুক্রবার এমনটিই জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। খবর বিডিনিউজের।

সিরিয়ার মরুভূমিময় প্রদেশ দির এজ্জোরের আলমায়াদিন শহরের কাছে হামলার ঘটনাটি ঘটেছে। প্রদেশটি একটি অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইরান ও রাশিয়ার সমর্থন পাওয়া সিরীয় বাহিনী এবং অপর অংশ যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর হাতে।

এসওএইচআর এ ঘটনাকে চলতি বছরে আইএসের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বর্ণনা করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইএস ২০১৩ সালে সিরিয়া ও প্রতিবেশী ইরাকের বিশাল অংশ দখল করে সেখানে নিজেদের খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল। পরে একের পর এক যুদ্ধে পরাজিত হয়ে গোষ্ঠীটি আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এই হামলার ঘটনার বিষয়ে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাৎক্ষণিকভাবে কোনো প্রতিবেদন করেনি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়ও স্বীকার করেনি।

পূর্ববর্তী নিবন্ধশিল্ডের যুগ ফিরিয়ে আনল একাডেমি ফুটবল রঙিন জার্সিতে বর্ণিল স্বপ্ন খুদে ফুটবলারদের
পরবর্তী নিবন্ধহাওয়াইয়ে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ৫৩