বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড.এস.এম শোয়েব, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রক্টর মঞ্জুর আলম। মো. পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুয়েল দাশ, এ. কে.এম আবদুল হালিম সোহেল, গিয়াস উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, ৪র্থ শিল্প বিল্পবের প্রতিযোগিতায় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কম্পিউটার বিভাগের ছাত্র–ছাত্রীরা মূল ভূমিকা পালন করবে, সেই নিরিখে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র–ছাত্রীদের পুর্নমিলনী অনুষ্ঠান অনেক গুরুত্ব বহন করে। ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনকারী ছাত্র–ছাত্রীগন জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি করেছে। একটি বিশ্ববিদ্যালয়ের এলামনাইগন সক্রিয় থাকলে বিশ্ববিদ্যালয় এবং ঐ বিভাগের সকল ছাত্র–ছাত্রীগন বিভিন্নভাবে উপকৃত হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সার্বিক ভাবমূর্তি সৃষ্টি এবং বৃদ্ধি করার জন্য এলামনাইগন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তিনি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এলামনাইগনও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।