ঝুঁকিপূর্ণ ব্রিজ, রেলিং নেই বাঁশ দিয়ে ঠেক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ কাট্টলী শাপলা আবাসিকের প্রবেশমুখে ব্রিজটি অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনাও। ব্রিজটির দুই পাশে কোনো রেলিং নেই। ব্রিজের একপাশে নালার সাথে লাগোয়া রিটেনিং ওয়াল ধসে পড়েছে। ভাঙন আটকাতে স্থানীয়রা মাটি ও ইট সুরকি বস্তায় ভরে বাঁশ দিয়ে ঠেক দিয়ে রেখেছে।

ফলে যেকোনো সময় জোয়ারের পানির তোড়ে এটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শাপলা আবাসিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্রিজটি যেকোনো সময় ধসে পড়তে পারে। জোয়ারের সময় পানির স্রোতে ভেসে আসা আবর্জনা ব্রিজের নিচে আটকা পড়ে। এতে পুরো আবাসিকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাছাড়া ব্রিজে কোনো রেলিং না থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নালার পাশে একটি রিটেনিং ওয়াল দীর্ঘদিন আগেই ধসে পড়েছে। আমরা এলাকার পক্ষ থেকে কোনো রকমে সেটি ভরাট করে বাঁশ দিয়ে ঠেক দিয়ে রেখেছি। টানা বর্ষণে তা আবারো ঝুঁকির সৃষ্টি করেছে। তাই এটি নতুন করে নির্মাণ করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধচুয়েটে কাল দিনব্যাপী জাতীয় গবেষণা মেলা