রেণুু বিকাশ বড়ুয়া

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব হশিমপুর নবরত্ন বিহারের ধর্মপ্রাণ উপাসক রেণুু বিকাশ বড়ুয়া গতকাল ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে যান। ঐদিনই বিকাল ৪টায় চান্দগাঁও শশ্মানে অনিত্য সভাশেষে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ত্রৈমাসিক বোধিকথা পত্রিকার পরিচালনা পর্ষদ ও দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের সকল শিষ্যশিষ্যাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে দুইদিনে আহত ২৭
পরবর্তী নিবন্ধবাসনা বসু