ঐতিহ্যবাহী দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল কলেজে শিক্ষার মান উন্নয়ন ও নতুন কারিকুলাম বাস্তবায়ন উপলক্ষে গত ৩ আগস্ট অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. কামাল হোসেন (ভিপি)। বিশেষ অতিথি ছিলেন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা শশী কুমার সেনের জৈষ্ঠ সন্তান অনন্ত কুমার সেন। অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর সঞ্চালনায় এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্কুল শাখার সিনিয়র শিক্ষক পরিতোষ বড়ুয়া, মো. সেলিম, হাসিন রাজি। উপদেশমূলক বক্তব্য রাখেন কলেজ শাখার ইংরেজি বিভাগের প্রভাষক তৃষ্ণা চক্রবর্তী, হিসাব বিজ্ঞানের প্রভাষক কাজল কান্তি দাশ। সভায় সার্বিকভাবে তদারকি করেন গণিত বিভাগের প্রভাষক মো. রিদুয়ানুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই তিনের সমন্বিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানের শিক্ষার মান উত্তোরোত্তর উন্নতি লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।