তোমাকে ছুঁয়ে

মল্লিকা বড়ুয়া | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

ভেবেছিলাম তোমাকে ছুঁয়ে

কেটে যাবে বাকিটা জীবন।

চোখে রেখে চোখ, হাতে রেখে হাত

দুজনের একসাথে হবেই মরণ।

বন্ধু, চলো মনে করি সেই স্মৃতিগুলো

জোছনামাখা আলোয়

কথা হতো এলোমেলো,

কিংবা, সেই যে বনের ধারে

তুমি হারিয়ে গেলে যেদিন

তোমায় খুঁজেই হয়রান

কেবল কেঁদেছি সারাটাদিন।

নদীর জলে সাঁতার কাঁটার সেই যে

মধুর স্মৃতি,

অলস দুপুরে হুড়োহুড়ি করে

চলতো চড়ুইভাতি।

কেন যে হারালো শৈশব

সোনায় মোড়ানো দিনগুলি

জীবন খাতায় লেখা হলো

শুধু এলোমেলো কথা গুলি।

ভেবেছিলাম তোমাকে ছুঁয়ে

এ জীবন দেবো পাড়ি

তোমার স্রোতে গা ভাসিয়ে

নদী থেকে হবো নারী।

ভাসলো জীবন, নদীর স্রোতে

পাথরে ঠুকলো মাথা

রক্ত জলে লেখা হলো

জীবনের হালখাতা।

পূর্ববর্তী নিবন্ধশোকে মুহ্যমান
পরবর্তী নিবন্ধআগস্ট এলে