চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শুভ সুচনা বি-বাড়িয়ার

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল হালিশরস্থ সরকারী শারিরীক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধণী ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ ৩০ গোলের ব্যবধানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ডিগ্রি কলেজকে পরাজিত করে শুভ সুচনা করেছে। বিজয়ী দল ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের পক্ষে মাসুদুল ২ করেন ২টি গোল। একটি গোল করেন হামদান ১। এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ মিলে ২২টি দল অংশ গ্রহন করছে। বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। এর আগে উপজেলা এবং জেলা পর্যায়ের খেলা শেষে এখন বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে চট্টগ্রামে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
পরবর্তী নিবন্ধগ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম হারের স্বাদ পেল সাকিবের মন্ট্রিল টাইগার্স