গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম হারের স্বাদ পেল সাকিবের মন্ট্রিল টাইগার্স

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

হ্যাট্রিক জয়ের পর কানাডার গ্লোবাল টিটোয়েন্টি লিগে প্রথম হারের স্বাদ পেল সাকিব আল হাসানের মন্ট্রিল টাইগার্স। গত বুধবার রাতে নিজেদের চতুর্থ ম্যাচে ব্রাম্পটন উলভসের কাছে ১৫ রানে হেরেছে মন্ট্রিল। এই ম্যাচে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৮ রান করেন সাকিব। এই হারের পরও ৪ ম্যাচে ৩ জয় ও ১ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাকিবের দল। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় সাকিবের দল। শুরুতে উইকেট হারালেও সে ধাক্কা সামলে। ১৯.৫ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে ব্রাম্পটন উলভস। ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে উলভসের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। মন্ট্রিলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্র্যাথওয়েট এবং সংযুক্ত আরব আমিরাতের আয়ান আফজাল খান ৪টি করে উইকেট নেন। ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব। ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নামা মন্ট্রিল টাইগার্স দ্রুত দুই ওপেনারকে হারায়। অষ্টম ওভারে ফিরেন সাকিব। ২১ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ রান করেন এই অলরাউন্ডার। দলীয় ৬১ রানে তৃতীয় উইকেট হিসেবে সাকিব ফেরার পর মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ফলে ৫ বল বাকি থাকতে ১২৮ রানে অলআউট হয় মন্ট্রিল টাইগার্স। উলভসের পক্ষে নেদারল্যান্ডসের লোগান ভেন বিক নিয়েছেণ ৩টি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলেল গ্র্যান্ডহোম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শুভ সুচনা বি-বাড়িয়ার
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ