বাঁশখালীর পুঁইছড়িতে হোটেল-রেস্টুরেন্টে পচা-বাসি খাবার পরিবেশন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আজ বুধবার (২৬ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও প্রেম বাজারে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে রান্নায় পোড়া তেল ব্যবহার করা, পচা-বাসি খামির ব্যবহার করে মিষ্টি ও জিলাপি তৈরি করা, অপরিশোধিত-অপরিচ্ছন্ন লবণ রান্নায় ব্যবহার করা, নর্দমার পাশে রান্নাঘর স্থাপন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে প্রেম বাজারস্থ বাবলা হোটেল এণ্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, হোটেল জামাল রেস্টুরেন্ট এণ্ড সুইটসকে ১০ হাজার টাকা, নাপোড়া বাজারে শাহ এলাহী বক্স রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এই সময় জব্দকৃত পচা-বাসি খাবার নালায় ফেলে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “বাঁশখালীর অধিকাংশ হোটেল-রেস্টুরেন্টে
রান্নায় পোড়া তেল ব্যবহার করা সহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।”