কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম চলছে। এ মৌসুমে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে নয়টি গান। এর সবশেষ গানের শিরোনাম ‘সন্ধ্যাতারা’। যৌথভাবে গানটি গেয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। বাংলা গানের জগতে বহু নন্দিত গান সৃষ্টি করেছেন কিংবদন্তি সুরকার, গায়ক, বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দ। এবার বরেণ্য এই সঙ্গীতজ্ঞের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গান নিয়ে নতুন গান পরিবেশনের ঘোষণা দিয়েছে কোক স্টুডিও বাংলা। এ বিষয়ে কোক স্টুডিও বাংলা তাদের ফেসবুক পেজে লাকী আখন্দের একটি আঁকা ছবি শেয়ার করেন। খবর বাংলানিউজের।
সেখানে লেখা হয়, যার বিস্ময়কর সব সৃষ্টিতে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি পেয়েছে এক ভিন্ন মাত্রা, সেই সুরের ম্যাজিশিয়ান লাকী আখন্দকে কোক স্টুডিও বাংলায় নতুন ভাবে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। তবে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেনি কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ। গানের শিরোনাম বা এ সংক্রান্ত কোন তথ্য আপাতত জানাতে চান না তারা। শুধু জানালেন, বিস্তারিত জানতে চোখ রাখুন কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজে। আর লাকী আখন্দের আঁকা ছবির ওপর লেখা আছে–আসছে লাকী আখন্দের গান।
যিনি বাংলা মিউজিককে দিয়েছেন অসাধারণ সব মাস্টারপিস। ১৯৫৬ সালের ০৭ জুন ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন লাকী আখন্দ। বেঁচে থাকলে চলতি বছর জীবনের ৬৭ বসন্ত ছুঁতেন তিনি। মাত্র ৫ বছর বয়সেই তার বাবার কাছ থেকে সঙ্গীত বিষয়ে হাতেখড়ি লাকী আখন্দের।












