দেশে ক্রমান্বয়ে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ এবং সাথে বেড়ে চলেছে হাসপাতালে রোগীর সংখ্যা।বর্তমানে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দরকার জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা’ বাড়ানো।এরই পরিপ্রেক্ষিতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধে সরকারি সিটি কলেজ প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। এছাড়াও কলেজের আশেপাশের বিভিন্ন দোকানে ও পথচারীদের ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের সহকারি দলনেতা কাউসার আক্তার মোনা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য সিফাত, রিনি, ইমরান, সিদরাত, লাভলু, ত্রয়ী, তাউসিফ, পুষ্পিতা এবং আলিফ, রাকিব, সুদর্শন, তাহসিন, ইফা, জান্নাত, অনন্ত, প্রতিম, জয়শ্রী, রাফি, সাদমান, সামিন, পূর্ণিতা, তুলি, সাবির, শাহরিয়ার, রিফাত, সাবিলা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












