গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ হিজরি নববর্ষ ১৪৪৫ উদযাপনের তাগিদ দিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে হিজরি নববর্ষ পালনের আহবান জানিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ আহবান জানানো হয়।
আনজুমান রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত সভায় হিজরি নববর্ষ উপলক্ষে ওয়াজ মাহফিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, মানবিক সেবা কর্মসূচি গ্রহণ, রচনা, কুইজ প্রতিযোগিতা, পোস্টার, ফেস্টুন ইত্যাদি কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হামিদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাহবুবুল হক খাঁন, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, উত্তর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেজামত আলী বাবুল, শেখ সালাহউদ্দিন, কামরুল হাসান চৌধুরী, মোজাফফর আহমদ, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রেজাউল হাসান জসিম প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












