মনজুর মিয়া

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী খানখানাবাদ নিবাসী সমাজসেবক মুহাম্মদ মনজুর মিয়া (৭৫) গতকাল সোমবার সকালে চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাগে….রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতীনাতনী আত্মীয় স্বজন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাযা গতকাল বাদে আছর বাঁশখালী খানখানাবাদ ড়োংরা খলিফাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, মহাসচিব আল্লামা স..ম আব্দুস সামাদ, মাওলানা সেকান্দর হোসাইন, মাওলানা ইকবাল হোসাইন শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবু তরাফ
পরবর্তী নিবন্ধবিবি মরিয়ম