ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গতকাল রোববার রাতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি ওয়াটার বাস ডুবে যায়। এই ওয়াটার বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। নৌ পুলিশ জানিয়েছে, যাত্রীদের মধ্যে অর্ধেক সংখ্যক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন। খবর বাংলানিউজের।
নৌ পুলিশের সদরঘাট থানার উপ–পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ঘটনাস্থল থেকে জানান, বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে গেছে। বাল্কহেডটি পুলিশের হেফাজতে আছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌ পুলিশের সদরঘাট থানার উপ–পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এখন পর্যন্ত আনুমানিক ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছে বলে আমরা ধারণা করছি। রাত হওয়ার কারণে ওয়াটার বাসে যাত্রীর সংখ্যা বেশি ছিল।