অবিলম্বে ডেঙ্গু মশার কবল থেকে নগরবাসীকে বাঁচানোর জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি। গণকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করে এ দাবি জানানো হয়।
এতে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবে নগরবাসীর অবস্থান আকাল হয়ে পড়েছে। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। ডেঙ্গু নতুন কোনো রোগ নয়, এটা প্রতিকারের জন্য কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর যে উদ্যোগ নেয়া প্রয়োজন ছিল, তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মশার ওষুধ ছিটানো, জনগণকে এডিস মশা সংক্রান্ত সচেতন করার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না; অথচ নগরবাসীর কাছে ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে প্রতিবছর।
জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনস্বাস্থ্য অধিকার সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রাজা মিয়া, এডভোকেট ভুলন ভৌমিক, এডভোকেট বিশুময় দেব, বিশিষ্ট নাগরিক মশিউর রহমান খান, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক জসিম উদ্দিন, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য স্যুজিৎ বিশ্বাস।







