সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের দরপতন

মূল্য তালিকা না টাঙানোয় রেয়াজুদ্দিন বাজারে ৩ আড়তকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সরবরাহ বাড়ার জেরে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম নেমে এসেছে ১৭০ টাকায়। অথচ গত রোববারও নগরীর বাজারগুলোতে কাঁচা মরিচের দাম ছিল ৪০০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, বাজারে ভারতীয় মরিচের সরবরাহ বাড়ার কারণে দাম কমে গেছে। মরিচ পচনশীল পণ্য, চাইলেই বেশি দিন রাখা যায় না।

অপরদিকে কাঁচা মরিচের মূল্য তালিকা না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে রেয়াজুদ্দিন বাজারের ৩ আড়তকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

গতকাল নগরীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বিকেলে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৭০ টাকায়। বেটারি গলি বাজারের বিক্রেতা আলী হোসেন বলেন, ভারতীয় মরিচের আমদানি বাড়ার কারণে পাইকারীতে দাম কমেছে। দাম বাড়ার পর থেকে প্রতিদিন ৩৪ কেজি মরিচ এনে বিক্রি করছি। পাইকারী বাজার থেকে প্রতি কেজি ১৫০ টাকায় মরিচ কিনেছি।

এদিকে কাঁচা মরিচের আড়তে অভিযানের প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় রেয়াজুদ্দিন বাজারের কাঁচা মরিচ আড়তদার মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা, প্রণব ট্রেডার্সকে ২ হাজার এবং রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অপর এক অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় পাহাড়তলী এলাকার রূপসা ফুডকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭৫ টাকা কমে ১২ কেজি এলপিজির দাম ৯৯৯ টাকা
পরবর্তী নিবন্ধকাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাপিয়া