কথা ছিল পরিবারের সবাই একসাথে খাবে। খাবার প্রস্তুতে ব্যস্ত ছিলেন মা। বাবার সাথে বড়ির পাশে কর্ণফুলীতে গোসল করতে গিয়েছিল মো. সিয়াম (১০)। নদীতে নেমে পানিতে ডুব দেয়ার সাথে–সাথেই তলিয়ে যায় সে। গতকাল সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী জানান, শিশু সিয়াম ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গ্রামের শেখ পাড়ার আব্দুল মাবুদের দুই ছেলে মেয়ের মধ্যে বড় সন্তান। দুপুরে বাবার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সবার অজান্তে তলিয়ে যায় ছেলেটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ছেলের মৃত্যুর খবর শুনে বার বার মূর্ছা যাচ্ছিলেন মা শামীমা আকতার। যখনই জ্ঞান ফিরছিল তখন বলছিলেন, আমার কলিজাটা বলেছিল গোসল করে ফিরে কোরবানির মাংস দিয়ে ভাত খাবে। তার জন্য ভাত রেডি করেছি আমি। সবাই ফিরেছে কিন্তু আমার বুকের ধন সিয়াম তো আর ফিরলো না। তার জন্য রেডি করা ভাত এখন কাকে খাওয়াবো আমি?