বাংলাদেশ সিরিজের জন্য আফগান টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টিটোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে অধিনায়কের দায়িত্বে যথারীতি রশিদ খান। ইনজুরির কারণে গত আইপিএল থেকে দলের বাইরে ছিলেন তিনি। রশিদের নেতৃত্বে বেশ শক্ত দলই গড়েছে আফগানিস্তান। স্পিন আক্রমণে রশিদ খানের সঙ্গে থাকছেন যথারীতি মুজিবউর রহমান, মোহাম্মদ নবি। পেস আক্রমণে ফজল হক ফারুকির সঙ্গে সদ্য আইপিএল খেলা নাভিন উল হক। হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুলবাজরা থাকছেন ব্যাটিং ইউনিটে। দুই ম্যাচ টিটোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ জুলাই প্রথম টিটোয়েন্টি খেলতে মাঠে নামবে দুই দল। ১৬ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টিটোয়েন্টি।

আফগানিস্তানের টিটোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, সাদিকুল্লাহ অতল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্ড ফরিদ আহমেদ মালিক, নূর আহমদ ও মুজিব উর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুরে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সর্বনিম্ন টিকিট ২০০ টাকা