আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব গতকাল আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন।

স্বাগত বক্তব্য দেন জিনিয়াসের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্রের সভাপতিত্বে ও সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭ নং আনোয়ারা ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ারুল কাদের ও ভিউ পয়েন্ট সিএন্ডএফ লি. চেয়ারম্যান মো. আবুল বশর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএম সারোয়ার হোসাইন, মিয়া এমএ করিম, বিলকিছ আকতার, মীর জুবেদ, এম মোরশেদ হোসেন, মো. মোজাম্মেল হক, এম ডি রাজু, ফৌজুল আজাদ চৌধুরী, ইমরান বিন ইসলাম, রুপন দত্ত, মহসিন পারভেজ, নীল জামশেদ, মো. সোহেল, মো. রেজাউল করিম সাজ্জাদ, মো. নুরুল কবির, হাসান জাহাঙ্গীর ও তানজিম আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোদালায় ছাত্রলীগের কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধমানুষ বেঁচে থাকার সার্থকতা পায় তার কর্মের সফলতার ওপর